প্রার্থীর প্রতীক আনারসের আদলে সমর্থকের হেয়ারস্টাইল

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মোতাহার হোসেন কুমিল্লা জেলা প্রতিনিধি// ইউপি নির্বাচনকে সামনে রেখে পছন্দের প্রার্থীর মার্কা আনারসের আদলে মাথার চুল কেটে প্রচারণায় অংশ নিচ্ছেন এক সমর্থক।

তার ব্যতিক্রমী এ প্রচারণা দেখে সাধারণ মানুষ আকৃষ্ট হচ্ছেন। যেখানেই যাচ্ছেন সেখানেই তার সঙ্গে ভিড় জমাচ্ছেন মানুষ। তুলছেন সেলফিও।মো. মামুন। পেশায় একজন অটোরিকশা চালক। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের ঝাটিয়ার খিল এলাকার রফিকুল ইসলামের ছেলে। আগামী ২৬শে ডিসেম্বর তার ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান আবু তাহেরের ভক্ত মামুন।মঙ্গলবার কুমিল্লা নগরীতে পছন্দের প্রার্থীর সঙ্গে আসেন মামুন। প্রেসক্লাব চত্বরে তাকে দেখে সাধারণ মানুষ ঘিরে ধরে সেলফি তুলতে। তিনিও হাসিমুখে সকলের আবদার মিটিয়েছেন।এসময় মো. মামুন জানান, চিওড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক জনপ্রিয় চেয়ারম্যান আবু তাহেরের একনিষ্ঠ ভক্ত আমি। মনের ভালোবাসা থেকে সেলুনে গিয়ে ১ হাজার ২০০ টাকা দিয়ে আনারসের আদলে চুলের ডিজাইন করেছি।

এটি সম্পন্ন করতে সময় লেগেছে দুইদিন।তিনি আরও বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আমার প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হবেন। আমি নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসি। তিনি পাশ করলে চিওড়া ইউনিয়নে আমার থেকে আর কেউ বেশি খুশি হবে না।