খালেকুজ্জামান লাল জেলা প্রতিনিধি:- লালমনিরহাটের হাতীবান্ধা থানায় পুলিশ হেফাজতে হিমাংশু রায় নামে এক আটক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে।শুক্রবার বিকেলে হাতীবান্ধা থানায় এই ঘটনা ঘটে।
এর আগে শুক্রবার দুপুরে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কাদমা এলাকার মালদাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে স্ত্রী ছবিতা রানীকে হত্যার অভিযোগে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
নিহত হিমাংশু বর্মন উপজেলার ভেলাগুড়ী ইউনিয়নের পূর্ব কাদমা মালদাপাড়া এলাকায় বিশেস্বর চন্দ্র বর্মনের ছেলে।পুলিশ জানায়, সকালে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পূর্ব কাদমা মালদাপাড়া থেকে ছবিতা রানী নামে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত্যুর কারণ জানতে স্বামী হিমাংশু রায়কে আটক করে হেফাজতে নেওয়া হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে থানার একটি রুমে আটকে রাখলে সন্ধ্যায় সেখানে তার মৃত্যু হয়।আটকে রাখা ওই কক্ষে পরিত্যক্ত ইন্টারনেট সংযোগের ক্যাবল ছিল। পুলিশের দাবি, হিমাংশু রায় সেই তার গলায় পেঁচিয়ে জানালার সাথে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেন।
বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানে হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।




