পঞ্চগড়ে অস্ত্র ও মাদক উদ্ধার, ভারতীয় নাগরিকসহ গ্রেপ্তার ১০

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক কুমার ঘোষ পঞ্চগড় জেলা প্রতিনিধি:- পঞ্চগড়ে এক ভারতীয় নাগরিকসহ ১০ চোরাকারবারিকে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ৷ এসময় তাদের কাছ থেকে দুটি গুলিসহ একটি ওয়ান শুটার গান ও ৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

জব্দ করা হয়েছে তাদের বহনকারী একটি মাইক্রোবাস। আটকদের বিরুদ্ধে অস্ত্র চোরাচালান, মাদক ও অবৈধ অনুপ্রবেশের দায়ে পৃথক তিনটি মামলা করেছে পুলিশ৷গতকাল সোমবার দিবাগত রাতে তাদের ধাওয়া করে ঠাকুরগাঁও জেলার আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বালিয়া লক্ষ্মীথান এলাকা থেকে তাদের আটক করা হয়।

পরে মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে ।

গ্রেপ্তাররা হলেন, ভারতের উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর এলাকার গফুর আলম (২৫), ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের হরিণমারী এলাকার দেলোয়ার হোসেন (২৮), একই এলাকার আব্দুল রাজ্জাক (২৩), গোয়ালতলি এলাকার বিকাশ পাল (৩৫), জুগিহার এলাকার জাকির হোসেন (২৫),

একই এলাকার হযরত আলী (২৭), কালীবাড়ি এলাকার মনিরুল ইসলাম (৩২), কেরিয়াতি এলাকার নাসিরুল ইসলাম (২৪), একই এলাকার বশিরুল ইসলাম (২৮) ও কোড পাড়া এলাকার বিষ্ণুপাল (২৯) ৷পুলিশ জানায়,

সোমবার রাতে খবর আসে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের ক্যাম্পেরহাট সীমান্ত এলাকা থেকে এই সংঘবদ্ধ চক্র অস্ত্রসহ মাদক নিয়ে একটি মাইক্রোবাস ও একটি থ্রি হুইলার (পাগলু) নিয়ে পঞ্চগড়ের দিকে আসছে।

পরে রাণীশংকৈল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তোফাজ্জল হোসেনের নেতৃত্বে বালিয়াডাঙ্গী থানা পুলিশ তাদের ধাওয়া করে। এক পর্যায়ে আটোয়ারী উপজেলা আলোয়াখোয়া ইউনিয়ন এলাকায় মাইক্রোবাসটি থামাতে সক্ষম হয় ৷

থামানোর সঙ্গে সঙ্গে চোরাকারবারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ৷ পরে পুলিশও ছয় রাউন্ড রাবার বুলেট ছোড়ে৷ এক পর্যায়ে পুলিশ ভারতীয় নাগরিকসহ ১০ জনকে আটক করতে সক্ষম হয় ৷

তবে থ্রি হুইলারে থাকা বাকি ৮-১০ জন পালিয়ে যায়।আটোয়ারী থানার পরিদর্শক (তদন্ত) দুলাল উদ্দিন বলেন, আটোয়ারী থানাতে মামলা হয়েছে ৷ গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে ৷ এছাড়া পলাতকদের ধরতে অভিযান চলছে।