টাঙ্গাইলে সালিশ শেষে শরীরে আগুন দি‌য়ে গৃহবধূর আত্মহত‌্যা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

রুবেল মিয়া টাঙ্গাইল জেলা প্রতিনিধি:- টাঙ্গাইলের সখিপুরে সালিশি বৈঠক শেষে শরীরে আগুন দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।আজ বুধবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়ে‌ছে।

গত শ‌নিবার বোয়ালী প‌শ্চিমপাড়া এলাকায় সালিশ বৈঠকের পর গৃহবধূ নিজ শরীরে আগুন দেন। নিহত সোমা আক্তার (১৯) উপজেলার বোয়ালী পশ্চিমপাড়া গ্রামের এরশাদ মিয়ার স্ত্রী।স্থানীয়রা জানান, সোমা ও এরশাদের সাথে পারিবারিক কলহ চল‌ছিল। গেল শনিবার দুপুরে এরশাদের বাড়িতে একটি সালিশি বৈঠক হয়।

তার কিছুক্ষণ পরই বাড়ির উঠানে দাঁড়িয়ে সোমা নিজেই শরীরে আগুন জ্বালিয়ে দেয়। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়।সা‌লি‌শকারী স্থানীয় ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম জানান, মেয়েটা নিজেই শরীরে আগুন ধরিয়ে দেয়।

তখন ওই বাড়ির রান্নাঘরের পাশে ছিলাম।এদিকে সোমা আত্মহত্যা করেনি, তাকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে অ‌ভি‌যোগ ক‌রেছেন তার মা। সোমার মা পারভীন আক্তার বলেন, মেয়েকে আগুনে পোড়ার সময় বাঁচাও বাঁচাও বলে চিৎকার কর‌লেও কেউ এ‌গি‌য়ে আ‌সে‌নি। আগেও মেয়েকে এরশাদ তার স্ত্রী‌কে লোহার রড দিয়ে ছ্যাঁকা দিত।

স্বামী-শ্বশুর মিলে আমার মেয়েকে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে। তা‌দের ঘরে একটি ১৫ বছরের মেয়ে আছে।অভিযোগের বিষয়ে মৃত গৃহবধূর এরশাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে সখিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ. কে সাইদুল হক ভূ্ইঁয়া বলেন, আগুনে পুড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে শুনেছি। তবে কেউ লিখিত অভিযোগ দেয়‌নি।