কুমিল্লায় গ্যাসসিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ আহত ৩০

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মোতাহার হোসেন কুমিল্লা জেলা প্রতিনিধি:- কুমিল্লার নাঙ্গলকোটে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় নাঙ্গলকোট উপজেলার বিরুলি গ্রামে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের বরাতে নাঙ্গলকোর্ট থানার ওসি ফারুক আহমেদ জানান, বিরুলি গ্রামের আনোয়ার হোসেন পার্শ্ববর্তী মোগরা গ্রামের ঠান্ডা কালিবাড়ির মেলা উপলক্ষে বেলুন বিক্রির জন্য গ্যাস সিলিন্ডারটি নিয়ে আসেন।

বিকেলে তিনি যখন বেলুনে গ্যাস ভরে সেগুলো বিক্রির জন্য তৈরি করছিলেন। এসময় সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে আনোয়ার ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়।আহতদের নাঙ্গলকোট উপজেলা হাসপাতাল ও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।