অনেকটা দাম বাড়লে সিগারেট ছাড়বে ৩০ শতাংশ ধূমপায়ী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক মিয়া স্টাফ রিপোর্টার:- সিগারেটের দাম একবারে অনেকটা বাড়ানো হলে ধূমপান ছাড়বেন ৩০ শতাংশ ব্যবহারকারী। তামাক পণ্যে কর বৃদ্ধির প্রভাব নিয়ে উন্নয়ন সমন্বয়ের জরিপে এমন মন্তব্য উঠে এসেছে।

এসময় তামাক পণ্যে কর বাড়ানো প্রশংসার দাবি রাখে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।বুধবার সকালে বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। তবে যে হারে মানুষের আয় বাড়ছে, সে হিসেবে কর বাড়ানো হচ্ছেনা বলেও মনে করেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেন, শুধুমাত্র কর বাড়িয়ে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা আমরা দাঁড় করাতে পারবনা। তবে সবার সচেতনতা বাড়াতে আমাদের আরও কাজ করতে হবে।

সেক্ষেত্রে সরকারও আমাদের সহায়তা করতে পারে।আলোচনা অনুষ্টানে অতিথিরা বলেন, তামাক ও তামাকজাত পণ্য গ্রহণের ফলে, অনেকে নিজেদের পরিবারকে বঞ্চিত করছেন। তাই স্টেকহোল্ডাদের সঙ্গে আলোচনা করে আসছে বাজেটে তামাক পণ্যে কর বাড়ানোর প্রস্তাব করেন তারা।