এক মিনিটেই শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

সিজানুর খেলাধুলা প্রতিবেদক:- মাত্র ১ মিনিটেই শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের সব টিকেট। অস্ট্রেলিয়ার মেলবোর্নে ২৩ অক্টোবর হবে এই ম্যাচ।গত বিশ্বকাপে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারের লজ্জা পায় ভারত।

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনা আরও তীব্র হলো এবার। অনলাইনে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ টিকিট বিক্রি শুরু হওয়ার এক মিনিটেই শেষ ভারত-পাকিস্তানের সব টিকেট।সুপার টুয়েলভের গ্রুপ টু-তে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এই গ্রুপের অপর দলগুলো হলো বাংলাদেশ, সাউথ আফ্রিকা ও কোয়ালিফয়ার রাউন্ডের দুটি দল।

১৬ই অক্টোবর থেকে ১৩ই নভেম্বর পর্যন্ত এই টুর্নামেন্টটি অস্ট্রেলিয়ার ৭টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এই আসরকে ঘিরে সাধারণ দর্শকদের জন্য ইতোমধ্যে টিকিট বিক্রি শুরু হয়েছে। জানা যায়, ইতিমধ্যে ২ লাখ টিকিট বিক্রি শেষ।আসরের প্রধান নির্বাহী মিচেল এনরাইট জানিয়েছেন, বিক্রি হওয়া টিকিটের বেশিরভাগ কিনেছেন অস্ট্রেলিয়ার জনগনরা।

এছাড়া তিনি আশা প্রকাশ করেন, আসরটি শুরুর পর প্রচুর আন্তর্জাতিক দর্শক মাঠে খেলা দেখতে আসবে।টুর্নামেন্ট কতৃপক্ষ থেকে জানানো হয়েছে, স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার ২২ অক্টোবর সিডনির ম্যাচ, ইংল্যান্ডের বিপক্ষে মেলবোর্নের ২৮ অক্টোবরের ম্যাচ ও ১৩ নভেম্বর মেলবোর্নে ফাইনালের টিকিটও ভালো বিক্রি হচ্ছে।