কাকলি সুলতানা স্টাফ রিপোর্টার:- নকশার বাইরে তৈরি বলে অবৈধ দোকান হিসেবে চিহ্নিত করে গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের ভেঙ্গে দেয়া দোকানগুলো কয়েক মাস না যেতেই আবার বসে। এতদিন তা দেখেও না দেখার ভান করে ছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
এখন বলছে আবার ভেঙে দেয়া হবে এসব দোকান।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ২০২০ সালের ১৬ই মে দায়িত্ব নেন শেখ ফজলে নূর তাপস। এর ৭ মাস পর ৮ই ডিসেম্বর থেকে গুলিস্তান এলাকার সিটি করপোরেশনের কয়েকটি বিপণি বিতানের অবৈধ দোকান উচ্ছেদ শুরু করে ডিএসসিসি।এর ধারাবাহিকতায় ১৭ই ডিসেম্বর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে উচ্ছেদ শুরু করে দক্ষিণ সিটি করপোরেশন। সংস্থাটির হিসেবে সেখানে সাড়ে সাতশ’ নকশাবহির্ভূত অবৈধ দোকান ছিল। এর মধ্যে ৬৬৯টি দোকান উচ্ছেদ করা হয়।
তা নিয়ে ডিএসসিসির সাবেক ও বর্তমান মেয়রের মধ্যে তিক্ততা তৈরি হলে স্থগিত হয়ে যায় উচ্ছেদ অভিযান।সম্প্রতি সুন্দরবন স্কয়ার মার্কেটে গিয়ে দেখা যায়, পার্কিং বাদে অন্য সব তলার উচ্ছেদ হওয়া দোকানে আবার পসরা বসেছে। জানা গেছে, উচ্ছেদের পর কিছুদিন না যেতেই চালু হয় এসব দোকান।বিপণি বিতানটির কমিটি নিয়েও রয়েছে দ্বন্দ। একপক্ষের দাবি টাকার বিনিময়ে এসব দোকান আবার বসিয়েছে অন্য একটি পক্ষ। তবে, মালিকদের দাবি সাবেক মেয়রের দেয়া বৈধতার ভিত্তিতেই আবার দোকান খুলে বসেছেন তারা।নগর ভবন থেকে সুন্দরবন স্কয়ার মার্কেট আধা কিলোমিটার দূরেও নয়।
উচ্ছেদ করার কিছুদিনের মধ্যেই দোকান বসলেও এক বছরেও সে খবর পাননি বলে দাবি সংস্থাটির প্রধান নির্বাহীর। এসব দোকান অবৈধ দাবি করে আবারও উচ্ছেদ করার কথা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ।শিগগিরই সিটি করপোরেশনের নিয়ন্ত্রণাধীন সবগুলো বিপণি বিতানে নির্বাচনের মাধ্যমে বৈধ কমিটি করে দেয়া হবে বলেও জানান ডিএসসিসির প্রধান নির্বাহী।




