রাজধানীর অন্যতম মাদক ব্যবসায়ী মনির গ্রেপ্তার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ফরিদুল ইসলাম স্টাফ রিপোর্টার:- ফেরি করে মাদক বিক্রেতা থেকে বাবার নামে মাজার করে মাদক ব্যবসার পরিকল্পনা। রাজধানীর হাজারীবাগকে কেন্দ্র করে মিরপুর, মোহাম্মদপুরসহ আটটি এলাকায় মাদক বিক্রির অভিযোগে পিচ্চি মনিরকে গ্রেপ্তারের পর এ তথ্য জানিয়েছে র‌্যাব।

সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, সড়ক ও নৌপথের পাশাপাশি আকাশপথেও মাদক আসছে ঢাকায়।দশ বছর আগে রাজধানীর কামরাঙ্গীচর থেকে মাদক বিক্রি চক্র গড়ে তোলে মনির। শুরুতে বছর চারেক কাপড় ফেরি করে বিক্রি করতো সে। তবে ২০১৬ থেকে নিজেই মাদকের ডিলার বনে যান মনির।

কক্সবাজার থেকে মাদক এনে রাজধানীর আটটি পয়েন্টে এজেন্ট নিয়োগ করে রমরমা ব্যবসা করতে থাকেন।রাজধানীর হাজারীবাগ থেকে মনির ও তার এক সহযোগী জুবায়েরকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলছে চাঞ্চল্যকর তথ্য।র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, ১৮ হাজার ৬৭০ পিস ইয়াবা, ৬ পিস আইস, মাদক বিক্রির ৬ লক্ষ ৬০ হাজার টাকা ও ১২টি মোবাইল ফোনসহ তাদের গ্রেপ্তার করা হয়। ঢাকা শহরের ৮টি এলাকায় আটজন প্রতিনিধির মাধ্যমে সে মাদক বিক্রি করতো বলে আমাদের প্রাথমিকভাবে জানিয়েছে।

সম্প্রতি নিজের বাড়িতেই মাদক বিক্রির পরিকল্পনা করেন মনির। পাশাপাশি কোটি টাকা ব্যয়ে বাবার নামে মাজার তৈরি করে মাদক বিক্রির নিরাপদ আখড়াও গড়তে চেয়েছিলেন তিনি।খন্দকার আল মঈন আরও বলেন, তারা বাবার নামে কোটি টাকা খরচ করে শরীয়তপুরে একটি মাজার করছে। যেটি আন্ডার কন্সট্রাকশনে আছে।

আমাদের যেটি মনে হচ্ছে এটি তার মাদক বিক্রির একটি কৌশল হতে পারে। পরবর্তীতে সে মাদক ব্যবসার পাশাপাশি একটি মাজার করার পরিকল্পনা করেছিলো।নিজের মাদক চক্রের প্রভাব বজায় রাখতে অস্ত্রসহ চলাফেরা করতেন মনির। এর আগেও দু’বার অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিলেন এই মাদক ব্যবসায়ী।