সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু!

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ডা.ওমর আলী সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:- সুনামগঞ্জ পৌর শহরের নতুন কোর্ট সংলগ্ন মহাসড়কে ট্রাকের ধাক্কায় রাসেল মিয়া (২৫) নামে মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার রাত ৮টা ৪৫ মিনিট পৌর শহরের নতুন কোর্ট সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে৷


পুলিশ ও স্থানীয়রা জানায়, রাসেল মিয়া নামে ওই মোটরসাইকেল আরোহী বিশ্বম্ভপুর উপজেলার সুলেকাবাদ ইউনিয়নের চালবন গ্রামের বাসিন্দা।

বিশ্বম্ভপুর থেকে সদর উপজেলা আসার পথে মহাসড়কে মোটরসাইকেল যোগে গেলে এ সময় একটি ট্রাকের পাশ কাটাতে গিয়ে ট্রাকের বডির সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটলে পড়ে তাৎক্ষণিক আশেপাশের লোকজন দৌড়ে এসে আহত রাসেলকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।

সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল আরোহী রাসেলকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন ট্রাকসহ ড্রাইভারকে আটক করা হইয়াছে।