নাটোরের লালপুরে পর্নোগ্রাফি বিক্রির দায়ে গ্রেপ্তার ৫

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নাটোর জেলা প্রতিনিধি:নাটোরের লালপুরে পর্নোগ্রাফি সংরক্ষণ ও কনটেন্ট বিক্রি করার দায়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।

গতকাল শনিবার বিকাল ৫টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার নাগশোষা গ্রামের রাধেশ শ্যামের ছেলে রাজ কুমার (২৬), মোহরকয়া বাঙ্গাপাড়া গ্রামের ইলাহী বক্সের ছেলে আয়নাল হক (২৪), নওপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রবিউল ইসলাম বাবু (২৬), চাঁদ আলী সরকারের ছেলে হোসাইন (২৬) ও হাসান (৩২)।র‍্যাব জানায়, র‍্যাবের নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের যৌথ নের্তৃত্বে লালপুর উপজেলার বিলমাড়িয়া ও নওপাড়া বাজার এলাকায় অভিযান চালায় র‍্যাবের একটি দল।এসময় পর্নোগ্রাফি সংরক্ষণ ও অর্থের বিনিময়ে এলাকার যুবক ও শিক্ষার্থীদের কাছে বিক্রয়ের দায়ে ওই ৫ জনকে আটক করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে লালপুর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে থানায় সোপর্দ করা হয়।