মেহেরপুরে আগুন পোহাতে গিয়ে দগ্ধ শ্রমিকের মৃত্যু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মেহেরপুর:- মেহেরপুরের গাংনী উপজেলায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ হওয়া শ্রমিক সাহাদুল ইসলাম (৫০) মারা গেছেন। শনিবার (২০ জানুয়ারি) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

সাহাদুল গাংনী উপজেলার কল্যাণপুর গ্রামের মৃত তৈমুদ্দীনের ছেলে।এর আগে গত বুধবার রাতে শীত নিবারণের জন্য বাড়ির পাশে আগুন পোহাচ্ছিলেন সাহাদুলসহ আরও কয়েকজন। এ সময় হঠাৎ তার পোশাকে আগুন লেগে যায়। এতে তার শরীরের অর্ধেক অংশ দগ্ধ হয়। পরে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য প্রথমে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেলে কলেজে নেয়া হয়।

চিকিৎসকরা জানায়, সাহাদুলের শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল।মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য কাওছার আলী বলেন, মরদেহ বাড়িতে নেয়ার প্রক্রিয়া চলছে।