দৌলতপুরে আরাফাত রহমান কোকো স্মরণে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:- কুষ্টিয়ার দৌলতপুরের মহিষকুন্ডি ফুটবল মাঠে মঙ্গলবার বিকেলে আরাফাত রহমান কোকো স্মরণে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতা আসাদুজ্জামান সোনা মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন,দৌলতপুর উপজেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান মো: বিল্লাল হোসেন, দৌলতপুর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক চেয়ারম্যান মো:আকবর আলী, মো: আজমল হোসেন,বিএনপি নেতা মো: গোলাম মোস্তফা, প্রভাষক মো: মাহবুব লস্কর , মো: ফারজুল্লাহ, মো: আতাউর রহমান,বিএনপি নেতা মো: মফিদুল ইসলাম,মো: আবু তালেব,যুবদল নেতা মো: মাহবুবুর রহমান।

এ প্রীতি ফুটবল খেলায় গাংনী ফুটবল একাদশ বনাম মহিষকুন্ডি ফুটবল একাদশ এর মধ্যে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠিত খেলায় মহিষকুন্ডি ফুটবল একাদশ গাংনি ফুটবল একাদশকে ১ – ০ গোলে পরাজিত করে মহিষকুন্ডি ফুটবলএকাদশ। খেলায় বিপুল সংখ্যক দর্শক সমাগম ঘটে।