মেহেরপুর সীমান্তে স্বর্ণের বারসহ দুই জন আটক

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

তৌহিদ আহমেদ মেহেরপুর জেলা প্রতিনিধি:- মেহেরপুরের বুড়িপোতা সীমান্ত থেকে ৪টি স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

আটককৃতরা হচ্ছে- বুড়িপেতা গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে কালাম (৪৪) ও একই গ্রামের মৃত ঝড়ু মন্ডলের ছেলে আরজ আলী (৭১)।

গতকাল বুধবার দুপুরে সফল এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে সন্ধ্যায় প্রেস বিজ্ঞিত্তিতে জানায় বিজিবি।

৬ বিজিবি ব্যাটালিয়ন (চুয়াডাঙ্গা) পরিচালক লেঃ কর্ণেল নাজমুল হাসান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা আন্তর্জাতিক সীমানা পিলার ১১৭ থেকে প্রায় ১ কিলোমিটার দূরে বাংলাদেশের অভ্যান্তরে বিশেষ অভিযান চালায় বিজিবি বুড়িপোতা বিওপি সদস্যরা।

এসময় বাইসাইকেল যোগে আটক দুই ব্যক্তি সীমান্তের দিকে যাচ্ছিল। বিজিবি অভিযান দল তাদেরকে থামার নির্দেশ দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিজিব সদ্যরা ধাওয়া করে তাদেরকে আটক করতে সক্ষম হন। দেহ তল্লালি চালিয়ে কালামের কোমরে লাল স্কচ টেপ দিয়ে বাঁধা অবস্থায় ৪টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ৭০৪ গ্রাম।

এ ঘটনায় বিজিবির বুড়িপোতা বিওপির নায়েক মাসুদ হাওলাদার বাদি হয়ে আটক দুজনের নামে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

তাদেরকে মেহেরপুর আদালতে সোপর্দের লক্ষ্যে থানায় প্রেরণ করা হয়েছে। একইসাথে জব্দকৃত স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় বিজিবি।