নিজস্ব প্রতিবেদক:- পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, নির্বাচন নিয়ে বিদেশিরা বিভিন্ন সময় জানতে চেয়েছেন। জবাবে তাদেরকে আগামী বছরের ৩০ জুনের মধ্যে নির্বাচন আয়োজনে সরকারের অবস্থান স্পষ্ট করা হয়েছে।
মঙ্গলবার (৩ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
সীমান্ত হত্যা প্রসঙ্গে তিনি বলেন, সীমান্তে বেসামরিক মানুষ হত্যা নিয়ে নমনীয়তার কোনও সুযোগ নেই। বিষয়টি নিয়ে দিল্লিকে কড়া প্রতিবাদ জানানো অব্যাহত হয়েছে। এ সময় পৃথিবীর কোনও সীমান্তে এমন ঘটনা নেই বলেও মন্তব্য করেন তিনি।
পুশ ইন প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পুশ ইন ফিজিক্যালি ঠেকানো সম্ভব নয়। এটি বন্ধে ভারতের সাথে চিঠি চালাচালি চলছে। এ বিষয়ে ঢাকা-দিল্লি কনস্যুলার ডায়ালগের চেষ্টা করছে সরকার। ভারতে কোনও অবৈধ বাংলাদেশি থাকলে তাদের যথাযথ প্রক্রিয়ায় ফেরত পাঠাতে হবে। দেশটির দেয়া তালিকা যাচাই-বাছাই করে অনেককে ফেরত নেয়া হয়েছে। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের জন্য ফেরত চেয়ে দিল্লিকে লেখা চিঠির জবাব এখনও পাওয়া যায়নি বলেও জানান তিনি।
ট্রান্সশিপমেন্ট বাতিল প্রসঙ্গে তিনি বলেন, এই সুবিধা বাতিল করা আমাদের জন্য শাপে বর হয়েছে। রফতানিতে এর কোনও প্রভাব পড়ছে না। এই ফলে ভারতের ওপর নির্ভরশীলতা কমেছে।
এ সময় বিভিন্ন দেশের ভিসা বন্ধের জন্য আমরা নিজেরাই দায়ী বলেও মন্তব্য করেন তিনি।