ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা ও খাল সংস্কারের দাবিতে জনসভা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

ভবদহ অঞ্চলের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা এবং জরুরি খাল সংস্কারের দাবিতে জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে ভবদহ কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী ও ভবদহ-আমডাঙ্গা খাল সংস্কার আন্দোলন কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন এস. এম. মনজুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল। এছাড়াও অ্যাডভোকেট গাজী এনামুল হক এবং অধ্যাপক মুক্তার আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দও সমাবেশে বক্তব্য রাখেন।

বক্তারা তাদের বক্তব্যে ভবদহ অঞ্চলের কৃষকদের জীবন-জীবিকা রক্ষার ওপর জোর দেন। তারা দ্রুত খাল সংস্কার কার্যক্রম সম্পন্ন করার দাবি জানান। একইসাথে, বোরো মৌসুমের আগে অন্তত পাঁচটি বড় পাম্প মেশিন স্থাপন করে এই অঞ্চলের সেচ ব্যবস্থার উন্নয়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া ভবদহ অঞ্চলের জলাবদ্ধতার মতো গুরুতর সমস্যার স্থায়ী সমাধান কখনোই সম্ভব নয়। তারা এই সমস্যা সমাধানে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।