ওটিটি সিনেমায় জুটি বাঁধলেন ইয়াশ-তটিনী

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

বিনোদন ডেস্ক

ওটিটির জন্য নতুন সিনেমা নির্মাণ করলেন নির্মাতা শিহাব শাহীন। নাম ‘তোমার জন্য মন’। এতে অভিনয় করছেন সময়ে জনপ্রিয় জুটি ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী।

মোশন পোস্টার, ট্রেলার প্রকাশ করে রবিবার (২ নভেম্বর) জানানো হয়, আগামী ৬ নভেম্বর চরকিতে ‘তোমার জন্য মন’ সিনেমাটি মুক্তি পাবে।

নির্মাতা জানান, তিনি যে রকম গল্প বলতে চেয়েছেন সেখানে এমন একটা জুটি প্রয়োজন ছিল যাদের মধ্যে কাজ নিয়ে ও কাজের বাইরে একরকম বোঝাপড়া আছে। তেমন অনস্ক্রিন জুটি খুঁজতে গিয়ে তিনি নির্বাচন করেছেন ইয়াশ রোহান ও তটিনীকে। ‘তোমার জন্য মন’ মফস্বলে বেড়ে ওঠা দুই তরুণের সম্পর্কের গল্প। এটা একটা ফিল গুড রোমান্টিক গল্পের কনটেন্ট।

তটিনী বলেন, গল্পটা অর্ধেকের মতো শোনার পর আমি যেমনটা ধারণা করছিলাম সেরকম হয়নি বরং এমন একটা কিছু হলো যেটা অপ্রত্যাশিত। এটাই আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করে কাজটি করার জন্য। আমি শিহাব ভাইকে সঙ্গে সঙ্গেই জানাই যে আমি কাজটি করতে চাই।

এ সিনেমায় প্রভাবশালী পরিবারের ছেলে রওনক চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান। এটা এমন একটি চরিত্র যে তার নিজের পরিচয় বা কর্মে এগিয়ে যেতে চায়।

ইয়াশ বলেন, স্ক্রিপ্ট পড়ার পর আমার মনে হলো কাজটা করা দরকার। অন্য যে কাজগুলো ছিল, তাদের সঙ্গে কথা বলে, ম্যানেজ করে ডেট বের করে শিহাব শাহীন ভাইয়ের কাজটা করলাম।

শিহাব শাহীন বলেন, ‘তোমার জন্য মন’-এর শুটিং হয়েছে যশোরে। নতুন একটা লোকেশন, নতুন ইমেজ পাওয়া যাবে। তবে এমন না যে চরিত্রগুলো যশোরের ভাষায় কথা বলবে। নতুন কিছু করার জন্যই আমাদের এ চেষ্টা। কক্সবাজারেও হয়েছে কিছু দৃশ্যের চিত্রায়ণ।

‘তোমার জন্য মন’-এ ইয়াশ-তটিনী ছাড়াও অভিনয় করেছেন সমু চৌধুরী, সাবিহা জামান, অতিথি চরিত্রে সালাহউদ্দিন লাভলুসহ অনেকে।