যশোরে পুকুর শ্রেণির জমিতে বাড়ির প্লান অনুমোদনের দাবিতে মানববন্ধন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
পুকুর শ্রেণির জমিতে ভবন নির্মাণের নকশা অনুমোদন দেওয়ার দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আবাসভূমি শ্রেণি সংশোধন আন্দোলন কমিটি যশোরের উদ্যোগে আজ সকাল ১১টায় যশোর পৌরসভা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্য আব্দুল মতিনের নেতৃত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা উপস্থিত ছিলেন।

এসময় ক্ষতিগ্রস্ত জমির মালিকরা বলেন, তারা জমি ক্রয় করার সময় পুকুর শ্রেণির জমিতে ভবন নির্মাণে কোন ধরণের জটিলতা বা সরকারি বিধি নিষেধ ছিল না। ২০২২ সালে বাড়ি নির্মাণের জন্য যশোর পৌরসভায় প্লান জমা দেন এবং পৌর কর্তৃপক্ষের মৌখিক অনুমতি নিয়ে কাজও শুরু করেন। কিন্তু হঠাৎ প্লান অনুমোদন সম্ভব নয় বলে কাজ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তাদের দাবি পুকুর শ্রেণির জমির প্লান অনুমোদন বন্ধ‌ করা হয়েছে। এ আদেশের ফলে কেবল তিনি নন থমকে যায় শত শত মানুষের বাড়ি নির্মাণের কাজ। গত তিন বছরে যার সংখ্যা সহস্রাধিক ছাড়িয়েছে। ঋণের জালে জড়ানো ক্ষতিগ্রস্ত এসব মানুষ এখন না পারছেন বাড়ি বানাতে না পারছেন জমি বিক্রি করতে। ফলে উভয় সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। ক্ষতিগ্রস্তদের দাবি অবিলম্বে এ বিধিনিষেধ অপসারণ করে প্লান অনুমোদন দেয়া হোক। অন্যথায় তাদের জমি অধিগ্রহণ করার দাবি জানিয়েছেন তারা।