আগামী সপ্তাহে গণভোট আইন: আসিফ নজরুল

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, গণভোট আইন আমরা দ্রুত করে ফেলবো। আগামী সপ্তাহে তিন-চার কর্মদিবসের মধ্যে এটি তৈরি হয়ে যাবে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি একথা জানান।

আসিফ নজরুল বলেন, আমরা মানবতাবিরোধী অপরাধের জন্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণে ভারতকে চিঠি দিচ্ছি এবং এর পাশাপাশি তাদের প্রত্যার্পণ করার জন্য যেহেতু তারা এখন সাজাপ্রাপ্ত, কাজেই আমরা মনে করি ভারতের এখন বাড়তি দায়িত্ব আছে তাদের ফেরত দেওয়ার জন্য। বাংলাদেশের মানুষের বিচারের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য এই দায়িত্ব পালনে ভারত যেন প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তার দায় পালন করে, সে জন্য ভারতকে স্মরণ করিয়ে দিয়ে আমরা চিঠি দিচ্ছি।