স্বাধীন কন্ঠ ডেস্ক
বাঙালির রক্তে মিশে থাকা ফুটবলের উন্মাদনার চূড়ান্ত প্রমাণ মিলল বৃহস্পতিবার যশোর শামস্-উল হুদা ফুটবল স্টেডিয়ামে। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চৌগাছা উপজেলাকে ১-০ গোলে পরাজিত করে শিরোপা জয় করেছে যশোর সদর উপজেলা।
ম্যাচের ৬১তম মিনিটে যশোর সদর উপজেলার রক্ষণভাগের খেলোয়াড় জুলু একমাত্র ও জয়সূচক গোলটি করেন। তার এই একক গোলই নিশ্চিত করে টুর্নামেন্টের ট্রফি।
ফাইনালে পরাজিত হলেও চৌগাছা উপজেলার খেলোয়াড়রা ব্যক্তিগত নৈপুণ্যে নজর কেড়েছেন। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন চৌগাছা উপজেলার ফরেনার খেলোয়াড় আরিসেট। অন্যদিকে, পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হন চৌগাছা দলের গোলরক্ষক সিহাব।
এদিনের ফাইনাল ম্যাচটি মাঠের লড়াইয়ের পাশাপাশি দু’দলের সমর্থকদের বাঁধভাঙা উন্মাদনার সাক্ষী। খেলা শুরুর অল্প সময়ের মধ্যেই স্টেডিয়ামের দক্ষিণ প্রান্তের আমেনা খাতুন গ্যালারি, পশ্চিম পার্শ্বের গ্যালারি, ভিআইপি গ্যালারি এবং উত্তর দিকের গ্যালারি দর্শকে পরিপূর্ণ হয়ে যায়। ম্যাচের সময় বাড়ার সঙ্গে সঙ্গে দর্শকদের উপস্থিতি এমনভাবে বাড়ে যে একপর্যায়ে মাঠের ফেঞ্চি গেইট দিয়ে জোরপূর্বক দর্শকরা মাঠে প্রবেশ করতে শুরু করেন।
এতে দু’দলের খেলোয়াড়, কর্মকর্তা এবং ম্যাচ রেফারিদের নিরাপত্তা নিয়ে সাময়িক শঙ্কা দেখা দেয়, যদিও শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। মাঠের মধ্যে দর্শকদের অনুপ্রবেশের কারণে সংবাদকর্মীরাও তথ্য সংগ্রহে দারুণভাবে বাধাগ্রস্ত হন।
যশোর সদর উপজেলা গোল করার পর সমর্থকরা মূল মাঠের মধ্যেই ঢুকে পড়ে উল্লাস শুরু করেন। মাঠে প্রবেশ করা একাধিক দর্শকের দাবি, স্টেডিয়ামের পশ্চিম দিকের গ্যালারি আগে খুলে দিলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না। দর্শক উপস্থিতি প্রমাণ করে, যশোর জেলায় ফুটবল এখনো তার জনপ্রিয়তা ধরে রেখেছে।




