যশোর সেনানিবাসে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে যশোর সেনানিবাসে ২১ নভেম্বর জাতীয় সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতা যুদ্ধের গতিকে আরও ত্বরান্বিত করতে তিন বাহিনীর সমন্বিত আক্রমণ সূচিত হয়, যার ফলস্বরূপ অর্জিত হয় মহান স্বাধীনতা।

প্রতি বছরের ন্যায় এবারও দিবসটি উপলক্ষে যশোর সেনানিবাসে একটি মনোমুগ্ধকর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আগত মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অতিথিদের স্বাগত ও অভ্যর্থনা জানান জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া, মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলাম- এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল।

প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশ্যে তাঁর স্বাগত ভাষণে যশোর অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা, সহযোগিতা এবং বীরত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি যশোর অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাসহ সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং আগত সকল মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রধান অতিথি তার বক্তৃতায় পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে মানুষের পাশে সশস্ত্র বাহিনীর অবস্থানের কথা তুলে ধরেন। তিনি জাতীয় পর্যায়ে যেকোনো দুর্যোগ মোকাবেলা, পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং বিভিন্ন দেশ গঠনমূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের কথা আলোকপাত করেন।

এছাড়াও, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সশস্ত্র বাহিনীর সদস্যদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার বিষয়ে তিনি আলোকপাত করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধাগণ, শহীদ পরিবারের সদস্যগণ, সেনা কর্মকর্তাবৃন্দ, সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

যাদের মধ্যে উল্লেখযোগ্য, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার রওনক জাহান, প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মাহাবুবুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী, সিনিয়র সাংবাদিক আহসান কবির, নূর ইসলাম, সরোয়ার হোসেন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান। এছাড়াও যশোরের বিভিন্ন শ্রেণী-পেশার কর্তা ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির ভাষণ এবং কেক কাটা অনুষ্ঠানের পর দাউদ পাবলিক স্কুল এবং যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা যৌথভাবে একটি মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি জিওসি মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলাম পর্যায়ক্রমে অতিথিদের সারিতে যান এবং সকলের সাথে পরিচিত হন। তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।