ইয়াবার বড় চালানসহ কলারোয়ার যুবক যশোরে আটক, মূল্য ১১ লাখ টাকা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

ঢাকা থেকে যশোরের বাগআঁচড়ায় ইয়াবার একটি বড় চালান নিয়ে যাওয়ার সময় নাহিন হোসেন (২০) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক নাহিদ সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার রামভদ্রপুর গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ৪৯ বিজিবির একটি টহলদল যশোর সদর উপজেলার দাইতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে। তার কাছ থেকে ৩ হাজার ৭ শত ৮২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে টহলদল দাইতলা বাসস্ট্যান্ডের পাকা রাস্তায় সন্দেহজনক গতিবিধির জন্য ওই যুবককে আটক করে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ইয়াবার চালানটি উদ্ধার করা হয়। জব্দকৃত ইয়াবার পরিমাণ ৩,৭৮২ পিস। আনুমানিক মূল্য: ১১ লাখ ৩৪ হাজার ৬০০ টাকা। উদ্ধার অন্যান্য সামগ্রী ২টি মোবাইল ফোন এবং নগদ ১,৯৫০ টাকা।

লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী আরও জানান, এই ইয়াবার চালানটি ঢাকা থেকে যশোরের বাগআঁচড়ায় নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় আটক নাহিদ হোসেনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।