বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় এমএম কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দ্রুত আরোগ্য কামনায় যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ছাত্রদলের উদ্যোগে কুরআন তেলাওয়াত, সালাতুল সাজদ নামাজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৩ ডিসেম্বর) সকালে কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে কলেজ প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ এ কে এম রফিকুল ইসলাম এবং শিক্ষক পরিষদের সম্পাদক ড. প্রফেসর হারুন আর রশিদ।

এছাড়াও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরান। এমএম কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ হাসান ইমাম, সাবেক সদস্য সচিব কামরুল ইসলাম, বর্তমান সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু, সাধারণ সম্পাদক আকিব আনোয়ার, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সামাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম শুভ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি জাতির শান্তি, দেশের সমৃদ্ধি এবং শিক্ষার্থীদের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন এমএম কলেজ কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা আমজাদ হোসেন।