‘শয়তান’ নিয়ে ঢাকায় ‘শব্দ থিয়েটার’

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
বিশ্বখ্যাত লেবানিজ লেখক কাহলিল জিবরানের দ্বৈতসত্তারূপী মানবের আচরণ নির্ভর গল্প “স্যাটান” অবলম্বনে নাট্যরূপ দেওয়া নাটক “শয়তান”-এর অষ্টম প্রদর্শনী নিয়ে রাজধানী ঢাকা জয় করতে যাচ্ছে যশোরের নাট্যদল ‘শব্দ থিয়েটার’। এই প্রথম দলটি তাদের প্রযোজনা নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকার জাতীয় নাট্যশালার মূল হলে মঞ্চায়ন করতে চলেছে।

আগামী শনিবার (০৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় নাটকটি মঞ্চস্থ হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে যশোরের জেলা শিল্পকলা একাডেমিতে সংবাদ সম্মেলন করেছে ‘শব্দ থিয়েটার’।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ‘শব্দ থিয়েটার’-এর সাধারণ সম্পাদক মাস্উদ জামান। তিনি জানান, নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন তিনি নিজেই। মানব মনের ভেতরের দ্বন্দ্ব ও দ্বৈতসত্তা যা কাহলিল জিবরানের মূল গল্পের নির্যাস তাই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এই প্রযোজনায়। ঢাকার দর্শকদের কাছে এই প্রযোজনাটি পৌঁছে দিতে পারা দলটির জন্য এক বিশেষ অর্জন। নাটক দেখার জন্য দর্শকদের ২০০ ও ১০০ টাকা মূল্যের টিকিট কাটতে হবে।

নাটকের বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, অরুণ মজুমদার, মাস্ট্রদ জামান, সোহেল রানা, পিয়াশ মন্ডল, মারুফ হোসেন, শাহিদুর রহমান, তানভীর হাসান, ইমারুল গাজী, হাসিবুর, আলমগীর, বনিফেস, অসীম, পৃথ্বী, জান্নাত এবং ইমু।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ‘শব্দ থিয়েটারের’ প্রচার সম্পাদক পিয়াস মন্ডল, দপ্তর সম্পাদক তানভীর হাসান এবং সদস্য বনি বিল্লাহ।