স্বাধীন কন্ঠ ডেস্ক
বন্দর ইজারা দেওয়ার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা, বাংলাদেশ জাসদ ও জাতীয় গণফ্রন্টের যমুনা অভিমুখী যাত্রায় অন্তর্বর্তী ইউনুসের পুলিশী হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় যশোর প্রেসক্লাব চত্বর থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে বাম গণতান্ত্রিক জোট, যশোর।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা সরকারের ফ্যাসিবাদী আচরণের বিরুদ্ধে স্লোগান দেন এবং হামলাকারীদের বিচারের দাবি জানান।
বিক্ষোভ মিছিলে সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক গণতান্ত্রিক সকল মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের যশোরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
তাঁরা হলেন, বাম গণতান্ত্রিক জোটের যশোর জেলা সমন্বয়ক কমরেড হাচিনুর রহমান। বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক কমরেড তসলিম উর রহমান। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সাধারণ সম্পাদক কমরেড আবু হাসান। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের জেলা আহ্বায়ক কমরেড শাহজান আলী।
এসময় নেতৃবৃন্দ বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকারের ওপর এই ধরনের ন্যাক্কারজনক হামলা মেনে নেওয়া যায় না। বন্দর ইজারা দেওয়ার জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে এবং পুলিশী হামলার প্রতিবাদে আন্দোলন আরও বেগবান করা হবে।




