ছাদ থেকে পড়ে তরুণীর মৃত্যু

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

তারেক আল আজিজ খুলনা:- খুলনায় বৃষ্টিতে গোসলের সময় ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে লাকি নামের এক তরুণীর মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার (২৪ অক্টোবর) দুপুরে প্রবল বৃষ্টির সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন খালিশপুর থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ মণ্ডল। নিহত লাকি নগরীর মুজগুন্নী পার্ক এলাকার মো. আব্দুল হামিদের মেয়ে।

এলাকাবাসী সূত্র জানায়, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গতকাল সোমবার দুপুরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। তখন লাকী বৃষ্টিতে গোসল করার জন্য ছয়তলা ভবনের ছাদে ওঠেন। এ সময় তার সঙ্গে আরো এক তরুণী ছিল।

এক পর্যায়ে অসাবধানতার কারণে পা পিছলে লাকী ছাদের রেলিং ভেঙে নিচে পড়ে যান। এতে তিনি বুক ও মাথায় গুরুতর আঘাত পান। এ সময় সঙ্গে থাকা তরুণীর চিৎকারে বাড়ির অন্যরা ছুটে এসে লাকীকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খালিশপুর থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ মণ্ডল বলেন, ওই তরুণীর মরদেহ খুমেক হাসপাতালের মর্গে রাখা আছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।