যশোরে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ প্রতিষ্ঠানকে ২ লক্ষ ৩ হাজার টাকা জরিমানা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয় আজ শার্শা উপজেলার গোগা বাজার এলাকায় এক অভিযান পরিচালনা করে ভোক্তা-অধিকার বিরোধী কার্যক্রমের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ২ লক্ষ ৩ হাজার টাকা জরিমানা করেছে।

অভিযানে মোহনা ফুডকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় মোট ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ৪৩ ধারা (অবৈধ প্রক্রিয়ায় খাদ্য তৈরি) অনুযায়ী ৭০,০০০ টাকা, ৪২ ধারা (খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ) অনুযায়ী ১,০০,০০০ টাকা এবং ৩৭ ধারা (পণ্যের মোড়ক ইত্যাদি ব্যবহার না করা) অনুযায়ী ৩০,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

একই অভিযানে আখি ফুডকে ৪৩ ধারা (অবৈধ প্রক্রিয়ায় খাদ্য তৈরি) অনুযায়ী ৩,০০০ টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোরের সহকারী পরিচালক জনাব মোঃ সেলিমুজ্জামান এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি’র উপ অধিনায়ক মেজর মোঃ রাফাত বিন আলম মুন এবং সহকারী পরিচালক মোঃ সফিয়ার রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও, অভিযানে সার্বিক সহযোগিতা করেন ক্যাব সদস্য জনাব মোঃ আব্দুর রকিব সরদার এবং শার্শা উপজেলা পুলিশের একটি টিম।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।