সতীঘাটায় ট্রাকচাপায় গৃহবধূর পা বিচ্ছিন্ন, সড়ক অবরোধ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
স্পিড ব্রেকারের দাবিতে ঘণ্টাখানেক রাস্তা আটকে রাখে জনতা

​স্বাধীন কন্ঠ ডেস্ক

​যশোরের সতীঘাটায় ট্রাকচাপায় সুমনা (৩৫) নামে এক গৃহবধূ মারাত্মকভাবে আহত হওয়ার প্রতিবাদে এক ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে রাখে স্থানীয় জনতা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে সতীঘাটায় এই দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্র থেকে জানা যায়, সতীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র সাফায়াত হাসান আবির (৮)-কে স্কুল থেকে আনতে গিয়ে তার মা সুমনা (৩৫) রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পথিমধ্যে কামালপুর মসজিদ মোড় নামকস্থানে পৌঁছালে মনিরামপুরের দিক থেকে আসা একটি ট্রাক (আর রহমান, যার নম্বর: যশোর-ট ১১-৩৪৭৭) নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়।

​এতে ঘটনাস্থলেই গৃহবধূর ডান পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা দ্রুত আহত সুমনাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সুমনা সদর উপজেলার সতীঘাটা কামালপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী ইউনুস আলীর স্ত্রী এবং মরহুম মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন ওরফে মোল্লা বিডিআর-এর পুত্রবধূ।

​এদিকে, দুর্ঘটনার পরপরই ক্ষুব্ধ স্থানীয় জনতা ওই স্থানে স্পিড ব্রেকার স্থাপনের দাবিতে সড়ক অবরোধ করে রাখে। প্রায় এক ঘণ্টা ধরে এই অবরোধ চলে। পরে কোতোয়ালি থানার ওসি-সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে এক সপ্তাহের মধ্যে স্পিড ব্রেকার তৈরির আশ্বাস দিলে জনতা অবরোধ তুলে নেয়।

​পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, আহত গৃহবধূ সুমনার এখনও জ্ঞান ফেরেনি এবং তার অবস্থা আশঙ্কাজনক।