শতকণ্ঠে জাতীয় সংগীতসহ নানা অনুষ্ঠানে যশোর মুক্ত দিবস উদযাপন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক
শতকণ্ঠে জাতীয় সংগীত, বিজয় মিছিল, ও শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে যশোর মুক্ত দিবস উদযাপন করেছেন যশোরের সাংস্কৃতিক কর্মীরা। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে যশোরের সাংস্কৃতিক সংগঠন সমূহের ব্যানারে শহরের টাউন হল ময়দানের স্বাধীনতা উন্মুক্ত মঞ্চে এই আয়োজন করা হয়। এতে প্রগ্রতিশীল বিভিন্ন রাজনীতিক দল, বীরমুক্তিযোদ্ধা ও বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ নেন। সবুজ জমিনে লাল পাড়ের শাড়ি জড়ানো নারী আর সবুজ পাঞ্জাবি গায়ে পুরুষেরা হাতে বিজয়ের পতাকা নিয়ে সরব উপস্থিতিতে যশোর মুক্ত দিবসের বিজয় আনন্দ ধরা দেয় গোটা টাউন হল ময়দান।

অনুষ্ঠানের শুরুতে পরিবেশিত হয় দলীয় মুক্তিযুদ্ধের গান। এরপর সাংস্কৃতিক কর্মীরা গাইতে থাকেন সমবেত কণ্ঠে জাতীয় সংগীত। এতে শত শত কণ্ঠ মেলান বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এছাড়া সকালে জেলা প্রশাসনের উদ্যোগে টাউন হল ময়দান থেকে বিজয় শোভাযাত্রা বের করা হয়।
বিকেলের অনুষ্ঠানে জাতীয় সংগীত শেষেও বের হয় বিজয় মিছিল। এতে হাতে লাল সবুজের পতাকার সাথে মিছিলে উচ্চারিত হয় মুক্তিযুদ্ধের বিভিন্ন স্লোগান। মিছিলটি টাউন হল ময়দান থেকে শুরু হয়ে দড়াটানা, গাড়িখানা রোড, চিত্রা মোড়, হয়ে আবার একই স্থানে এসে মিলিত হয়। সন্ধ্যায় মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনীতিক দল, সামাজিক, শিক্ষক সাংবাদিক নেতৃবৃন্দদের নিয়ে প্রজ্বালন করা হয় মোমবাতি। এসময় সমবেত কন্ঠে বেজে উঠে ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। এ জীবন পুণ্য করো দহন-দানে।’

অনুষ্ঠানে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও ইউনাইটেড কমিউনিস্ট লীগের যশোর জেলার সাধারণ সম্পাদক তসলিমুর রহমান, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দ্দৌলা, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আফজাল হোসেন দোদুল, টিআইবি যশোরের সাবেক সভাপতি শাহীন ইকবাল, সাংস্কৃতিকজন হারুন অর রশিদ, যশোর শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি দীপঙ্কর দাস রতন, সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু প্রমুখ।