টাঙ্গাইলে নৌকায় যাত্রাকালে বিদ্যুতস্পৃষ্টে হয়ে মৃত্যু ৫

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

রুবেল মিয়া টাঙ্গাইল জেলা প্রতিনিধি:- টাঙ্গাইলের বাসাইলে নৌকা দিয়ে যাত্রাকালে বিদ্যুতস্পৃষ্টে পাঁচজন নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে ৪টার দিকে উপজেলার কাউলজানী ইউনিয়নের গিলাবাড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার গিলাবাড়ী গ্রামের নৌকার মাঝি তাইজ উদ্দিন (৫৫), একই এলাকার মিঞ্জু মিয়ার স্ত্রী জমেলা বেগম (৬৫), তার ছেলে হামিদুর রহমান রনো (৩০), একই এলাকার আতা মিয়ার ছেলের বউ (৩৫), সখীপুর উপজেলার কৈয়ামধু গ্রামের হায়দার আলীর ছেলে শাহ আলম (২৮)।

বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে নিহতদের লাশ।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ইউপি সদস্য রুবেল মিয়া বলেন, নৌকাটি দাঁড়িয়াপুর থেকে গিলাবাড়ীতে আসার পথে গিলাবাড়ী বাজার এলাকায় পৌঁছলে বিলের মধ্যে থাকা বিদ্যুতের তারের সঙ্গে নৌকার মাঝির স্পর্শ লাগে। এসময় তিনি বিদ্যুতায়িত হন। পরে তারটি নৌকায় থাকা অন্য যাত্রীদের গায়েও লাগে।

বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে নিহতদের লাশ উদ্ধারে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস

বিদ্যুতের ঝাপটায় এসময় নৌকাটি ডুবে যায়। পরে ঘটনাস্থল থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়। এখনও কয়জন নিখোঁজ রয়েছে সেটি বলা যাচ্ছে না।বাসাইল ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ম্যান শফিকুল ইসলাম বলেন, ঘটনা জানতে পেরে ডুবুরি পাঠানো হয়েছে। পরে আরো বিস্তারিত জানাতে পারবো।