মেহেরপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ১

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মেহেরপুর জেলা প্রতিনিধি:- মেহেরপুরের গাংনী উপজেলায় একটি বিদেশি পিস্তল ও গুলিসহ লাল্টু বিশ্বাস (৪০) নামে একজনকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক লাল্টু বিশ্বাস লক্ষ্মী নারায়ণপুর গ্রামের মৃত আক্কাস আলীর ছেলে।

জানা গেছে, লাল্টু নিজ বাড়িতে অস্ত্র নিয়ে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি দল তার বাড়িতে অভিযান চালায়। অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

যৌথবাহিনী জানায়, লাল্টু বিশ্বাসের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।