বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের কাছে বাংলাদেশের প্রথম হার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

স্বাধীন কন্ঠ ডেস্ক

নারী কাবাডি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে হারিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানিকে উড়িয়ে দিয়েছিল ৫৭-২৭ পয়েন্টে। কিন্তু নিজেদের তৃতীয় ম্যাচে এসে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের কাছে ৪৩-১৮ পয়েন্টে হেরেছে।

মিরপুর সোহরাওয়ার্দী স্টেডিয়ামে বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ২০১২ চ্যাম্পিয়নদের সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। শারীরিক, টেকনিক ও ট্যাকটিস-সব বিভাগে পরাস্ত হতে হয়েছে রুপালির দলকে।

শুরুতে আলো ঝলমলে কোর্টে প্রথম পয়েন্ট ভারতের। পরের রেইডে সমতা বাংলাদেশের। ১-১ এ পয়েন্ট সমান হলে লড়াইয়ের ইঙ্গিত মিলেছিল। তবে এরপরই বর্তমান চ্যাম্পিয়নদের আধিপত্য শুরু। কেন তারা সেরা বার বারই মুনশিয়ানা দেখিয়ে তা প্রমাণ করেছে। ৬-১ পয়েন্টে এগিয়ে গিয়ে চ্যাম্পিয়নরা ব্যবধান বাড়ায়। বৃষ্টি-রুপালিরা রেইড করেও পয়েন্ট ছিনিয়ে আনতে পারেনি।

তবে পরবর্তী সময়ে সাক্ষী শর্মাকে আটকে বৃষ্টি-রুপালিরা ব্যবধান কমিয়ে চমক দেখায়। ৬-৪ এ এসে পয়েন্ট দাঁড়ায়।

ভারত আবারও রেইড করে একের পর এক পয়েন্ট নিতে থাকে। আর স্বাগতিকদের খেলোয়াড়রা একে একে কোর্টের বাইরে। ৬ মিনিটের মধ্যে সবশেষ চম্পা ঠাকুরকে কোর্ট থেকে ছিটকে দিয়ে বাংলাদেশকে অল আউট করে ভারত। স্কোর দাঁড়ায় ১২-৫ এ।

রুপালি ও বৃষ্টি মাঝে প্রতিরোধ গড়ার চেষ্টা করে পয়েন্ট ছিনিয়ে আনার চেষ্টা করেছে। ততক্ষণে বাংলাদেশ ২৮-৮ পয়েন্টে আবারও অল আউট হয়। সাক্ষী শর্মাকে আটকাতে গিয়ে দুজনই কুপোকাত। কোর্টে থাকা সবশেষ রুপালি ও রুপালি আক্তার দুজনই আউট! প্রথমার্ধ ২৯-৮ পয়েন্টে পিছিয়ে বাংলাদেশ।

বিরতির পর একই চিত্র। ভারতের আধিপত্য চলতে থাকে। ৪২-১৫ পয়েন্টে বাংলাদেশ তৃতীয়বারের মতো অল আউট!

শেষ পর্যন্ত ভারত অনায়াসে ৪৩-১৮ পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে। আর স্বাগতিকরা নিজেদের তৃতীয় ম্যাচে এসে প্রথম হার দেখলো।