স্বাধীন কন্ঠ ডেস্ক
১০ম গ্রেড বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে সারাদেশে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বুধবার (০৩ ডিসেম্বর) অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই কর্মসূচি চলাকালীন সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালগুলোতে পরীক্ষা-নিরীক্ষা ও ফার্মেসি সেবা বন্ধ থাকায় রোগীরা চরম ভোগান্তিতে পড়েন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের বহির্বিভাগের সামনেও মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন। এই সময় হাসপাতালের ফার্মেসি, প্যাথলজি, এক্স-রে এবং সিটি স্ক্যান বিভাগগুলো সম্পূর্ণরূপে বন্ধ থাকে। এর ফলে চিকিৎসা নিতে আসা রোগীরা প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করাতে না পারায় চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখাতে ব্যর্থ হন।
স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তারাও এ কর্মসূচিতে অংশ নেন। অর্ধশতাধিক টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট এতে যোগ দেন।
কর্মসূচির সমন্বয়কারী ও আয়োজকরা জানান, সমমানের অন্যান্য স্বাস্থ্যকর্মীদের মতো দীর্ঘদিন ধরে তাদের জন্য ১০ম গ্রেড বাস্তবায়নের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা কার্যকর হয়নি। ন্যায্য বেতন কাঠামো নিশ্চিত করার লক্ষ্যেই তারা এই কর্মবিরতি পালন করতে বাধ্য হচ্ছেন।
স্থানীয় পর্যায়ে কর্মসূচির সমন্বয়কদের মধ্যে উপস্থিত ছিলেন—হাসানুজ্জামান, জহুরুল ইসলাম, পারভেজ মোশারফ, রাজু আহমেদ, নুরুজ্জামান, মৃতুঞ্জয় রায়, আনিসুর রহমানসহ অন্যান্যরা।
কর্মবিরতির কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের। একজন রোগী জানান, “ডাক্তার সাহেব পরীক্ষা করাতে দিয়েছেন, কিন্তু সব বন্ধ। পরীক্ষা না করাতে পারলে ডাক্তারকে দেখাবো কী করে!”
কর্মসূচির কারণে সাময়িক ভোগান্তি সৃষ্টি হলেও, আন্দোলনকারীরা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন।




