স্বাধীন কন্ঠ ডেস্ক
দাবি আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার যশোরে দিনব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করছেন কর্মরত নার্স ও মিডওয়াইফরা। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) ও বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস)-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচি জেলার সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে চলছে।
সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করাই এই গণসংযোগের মূল উদ্দেশ্য। তবে আন্দোলনের কারণে রোগীদের সেবাদান কার্যক্রমে যাতে কোনো প্রকার বিঘ্ন না ঘটে, সে বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করা হয়েছে। কর্মসূচির মধ্যেও হাসপাতালের সেবাদান স্বাভাবিকভাবে চালু রয়েছে।
কর্মসূচির পরবর্তী ধাপ কী হবে, সেদিকে এখন সবার নজর। আন্দোলনকারীরা তাকিয়ে আছেন আজ বিকেল ৫টার দিকে প্রকাশিতব্য একটি রেজ্যুলেশনের দিকে। সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, ওই রেজ্যুলেশনে দাবি বাস্তবায়নের অগ্রগতি কতখানি উল্লেখ থাকবে, তার ওপর ভিত্তি করেই পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
নেতৃবৃন্দ ততক্ষণ পর্যন্ত জেলার সব প্রতিষ্ঠানে পূর্বঘোষিত শান্তিপূর্ণ গণসংযোগ কর্মসূচি অব্যাহত রাখার এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।




