টাঙ্গাইল নাগরপুরের গোলাম কিবরিয়াকে হেরোইন সহ গ্রেফতার

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

রুবেল মিয়া টাঙ্গাইল জেলা প্রতিনিধি // টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় কোকাদাইর গ্রামের গোলাম কিবরিয়া নামে একজনকে ১০০ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করেছে র্যাব। ৩০ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৭.৩০ মিনিটের সময় গোপন সংবাদর ভিত্তিতে কোকাদাইরের গোলাম কিবরিয়া কে ১শত গ্রাম হেরোইন সহ গ্রেফতার করেছে র‍্যাব।টাঙ্গাইলের র‌্যাব-১২, সিপিসি-৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মাঃ এরশাদুর রহমান এর নেতৃীত্ব একটি আভিযানিক দল টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কোকাদাইর গ্রামের একতা যুব উনয়ন সংঘের ক্লাব ঘরের সামনে কাচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তুলা মিয়ার ছেলে গোলাম কিবরিয়া (৩৮) কে ১০০ গ্রাম হেরোইন সহ হাতেনাতে গ্রেফতার করেছে। যার অনুমান বাজার মূল্য ১০,০০,০০০ টাকা। এছাড়াও ২টি মোবাইল ফোন এবং ৪টি সিম কার্ড সহ তাকে গ্রেফতার করে চৌকস দলটি। জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ অবাধে হেরোইন সংগ্রহ করে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা সহ বিভিন্ন এলাকায় বিক্রয়র উদ্দশ্য সরবরাহ করছিল।তার বিরুদ্ধে টাঙ্গাইল জেলার নাগরপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এর ৩৬ (১) এর ৮(গ) ধারায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।