রবিউল হবিগঞ্জ জেলা প্রতিনিধি// হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রতিপক্ষের আঘাতে এক কৃষক নিহত হয়েছেন।বুধবার (১২ মে) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ফালু মিয়া (৫৫) উপজেলার পুরান পাতারিয়া গ্রামের গফুর উদ্দিনের ছেলে।নিহতের পরিবারের লোকজনের ধারণা, পূর্ব বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে। তবে কারা হামলা করেছে এ বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি স্বজনেরা।স্থানীয়রা জানান, বুধবার সকালে ফালু মিয়াকে রাস্তায় একা পেয়ে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। এক পর্যায়ে তার বুকের মধ্যে টেঁটা দিয়ে আঘাত করে পালিয়ে যায় তারা। পরিবারের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা আধনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বানিয়াচং থানার ওসি এমরান হোসেন জানান, কি নিয়ে বা কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়টি তদন্ত করছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে।




